শেরপুর জেলার ৩ সংসদীয় আসনে ১৪ বৈধ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন

 

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ৩ টি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। শেরপুর-১ (সদর), শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত মোট ১৪ জন বৈধ প্রার্থীর মাঝে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বুধবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়। প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

শেরপুর-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বৈধ প্রার্থীরা হলেন,জাতীয় পার্টির মো. মাহমুদুল হক মনি,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. রাশেদুল ইসলাম রাশেদ,
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মো.লিখন মিয়া,স্বতন্ত্র প্রার্থী মো.শফিকুল ইসলাম মাসুদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সানসিলা জেবরিন পিয়াংকা।

শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন,বিএনপির মোহাম্মদ ফাহিম চৌধুরী,ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল্লাহ আল কায়েস,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো.গোলাম কিবরিয়া এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র মো.আব্দুল্লাহ।

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র মো. মাহমুদুল হক রুবেল,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ নুরুজ্জামান বাদল,
ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র প্রার্থী মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মো.আমিনুল ইসলাম বাদশা।

প্রতীক বরাদ্দের পর তিনটি আসনেই ভোটারদের মধ্যে কৌতূহল ও আগ্রহ বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ ও প্রচার–প্রচারণার প্রস্তুতি নিচ্ছন। সংশ্লিষ্ট মহল একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছেন।

শেয়ার করুনঃ