ভাঙ্গুড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন

 

মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি

সারাদেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়ায় শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি। ভাঙ্গুড়ায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৩৭৬৪১ (সাইত্রিশ হাজার ছয়শত একচল্লিশ) জনকে এবার টাইফয়েড টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।

ভাঙ্গুড়া উপজেলার ২২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে২৬৭৫৯শিক্ষার্থী সহ ৬টি ইউনিয়ন পৌর এলাকায় ১২০কেন্দ্রে ১০৮৮২ জনকে ,একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। যা টানা ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

রবিবার (১২ অক্টোবর) ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টায় শুরু হয়েছে টিকাদান কার্যক্রম।
টিকাদান কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করেন,ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. হালিমা খানম লিমা ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুল ইসলাম ও সেকেন্দার আলী , উপজেলা কৃষি অফিসার মোছাঃ শারমিন জাহান, শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হাবিবা খন্দকার ইভা, মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম, স্বাস্থ্য কর্মকর্তা মো.আব্দুল করিম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান ফারুক,সাংবাদিক মেহেদী হাসানসহ প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ হালিমা খানম লিমা বলেন, ‘উপজেলার প্রতিটি শিশুকে টাইফয়েডের টিকার আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি। আজ শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি আগামী ১৮ দিন চলমান থাকবে।

শেয়ার করুনঃ