মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় নসিমন গাড়িতে ধাক্কা লেগে প্রাণ হারালেন মোঃ সিফাত হোসেন শাওন (১৮) নামে এক কলেজ ছাত্র। সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শাওন ওই গ্রামের সাবেক সেনা সদস্য রঞ্জু মোল্লার ছেলে এবং বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, পূজার ছুটি উপলক্ষে শাওন বাড়িতে আসে। বাড়িতে এসে সে নিয়মিত মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ায়। তবে সে বেপরোয়া গতিতে সবসময়ই মোটরসাইকেল চালায় বলে অভিযোগ রয়েছে। এই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় শাওন দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ভবানীপুর গ্রাম থেকে ভাঙ্গুড়া বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভবানীপুর দক্ষিণপাড়া পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা একটি নসিমন গাড়িকে সজোরে ধাক্কা মারে। এতে শাওন মারাত্মক আহত হন। তবে সৌভাগ্য ক্রমে তার পিছনে থাকা বন্ধু রাফি একটি খড়ের পালার উপর গিয়ে পড়ে সামান্য আহত হন। এরপর শাওনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে পাবনা স্থানান্তর করেন। পাবনা নেওয়ার পথে শাওন মারা যায়।
ভাঙ্গুড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের গতি অত্যন্ত বেশি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এতে অকালে হারিয়ে গেলে একটি প্রাণ। তাই সকলে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণে রেখে চালানোর পরামর্শ দেন।