মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় অটো বোরাক চাপায় সাদমান আহমেদ (৫ ) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাদমান পাশের মাদারবাড়ীয়া গ্রামের হাফেজ আহসান হাবিব মোজাহিদের ছেলে। খানমরিচ ইউপি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান , সকালে সাদমান তার দাদা আুব সাইদ ফকিরের সঙ্গে অটো বোরাক গাড়িতে চন্ডিপুর হাটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সেখানে তারা পৌঁছালে গাড়ি থেকে নেমে দাদা সাইদ গাড়ির চালককে ভাড়া দিচ্ছিলেন। এসময় সাদমান হাঁটতে হাঁটতে সড়কের মাঝখানে চলে যায়। এসময় একটি বোরাক গাড়ি তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার করে। পরে পাবনা নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই।