মিজানুর রহমান, জেলা প্রতিনিধি (বগুড়া):-
বগুড়া জেলা বিএনপির সহসভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম এর নির্দেশে কিচক বাজারে ধানের শীষের মার্কা যুক্ত চা কাপ বিতরণ করা হয়।
মঙ্গলবার (৭ই অক্টোবর) কিচক বাজারে চা ব্যাবসায়ীদের মাঝে চায়ের কাপ বিতরণের
শুভ উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মীর মুন।
এসময় উপস্থিত ছিলেন, কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক রাব্বিন হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মহসিন আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফরহাদ ফকির, যুগ্ম সম্পাদক হারুনর রশীদ হারুন, বিএনপির নেতা তারেক,রেজাউল ইসলাম , যুবদলের সভাপতি রমজান আলী রিপন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক মিস্টার,কিচক বন্দর যুবদলের সভাপতি রাফিউল ইসলাম রাফি, তাঁতি দলের সভাপতি এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা সরকার, যুগ্ম সম্পাদক আব্দুল আলীম, ওয়ার্ড যুবদলের সভাপতি রায়হান, সভাপতি মামুনুর রশীদ মামুন,সাধারণ সম্পাদক রেজু আহমেদ, সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম প্রমূখ।
কিচক বাজারের একাধিক চা ব্যবসায়ীরা বলেন,
উপহার মানেই মনের মধ্যে খুশির আমেজ আর এক অদ্ভুত ভালোলাগা। উপহার পেতে কে না ভালবাসে ? আমরা সকলেই গিফট পেলে খুব খুশি হয়ে যাই। গিফট যেমনই হোক না কেন, ছোট বা বড় সেটা কোন বড় বিষয় নয় । কিন্তু উপহার টা যদি মনের মতন হয় ,তাহলে কিন্তু খুশির সীমা থাকে না। আবার গিফট টা কে দিচ্ছে, তার উপরও কিন্তু নির্ভর করে খুশির শতকরা হার, প্রিয় নেতা মীর শাহে আলমের পক্ষ থেকে, বিএনপির নেতাকর্মীদের হাতে থেকে উপহার পাওয়ার আনন্দটা একটু বেশি। আর হঠাৎ করে, কোন অনাকাঙ্ক্ষিত উপহার পেলে তো কোনো কথাই নেই। আমরা ধানের শীষের মার্কার চা কাপ পেয়ে অনেক আনন্দিত।
তারা চায়ের কাপ গুলো আমাদেরকে উপহার দিয়েছে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম,
যেহেতু ছোটবেলা থেকেই কারো থেকে উপহার পাই না তেমন, তাই আমি কিছু আশা ও করি না। তবে আশা না করা সত্ত্বেও, হঠাৎ করে এত সুন্দর উপহার আমরা কারও কাছ থেকে পাব কখনো ভাবতেই পারিনি। গিফটা আসলে কখনোই মূল্য দিয়ে বিচার হয় না, সেটা সব সময়ই অনেক সুন্দর।