মিজানুর রহমান, জেলা প্রতিনিধি বগুড়া :-
বগুড়ার শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে ৪ টি ইউনিয়নে ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় বেতগাড়ী মীর শাহে আলম কারিগরি স্কুল এন্ড কলেজ হল রুমে ছাত্রদল নেতা শান্তর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহসিন শিহাব এর সঞ্চালনায়,বিকাল ৩ টায় কিচক দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন ছাত্রদল সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজু আহমেদ এর সঞ্চালনায়,বিকাল ৫ টায় গুজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শিবগঞ্জ সদর ইউনিয়নে ছাত্রদল সভাপতি সাহান আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ এর সঞ্চালনায়, সন্ধা ৭ টায় দেউলি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়ন ছাত্রদল সভাপতি হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত পৃথক পৃথক কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুন। আরো বক্তব্য রাখেন পৌর ছাত্রদল সাধারণ সম্পাদক সাকিব হাসান,উপজেলা ছাত্রদলের সিঃসহ-সভাপতি আল রাহি,সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ।ইউনিয়ন ছাত্রদল নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, আলমগীর, মেহেদী হাসান, আপেল মাহমুদ, রবিউল ইসলাম রুবেল, রাব্বি হাসান, মনোয়ার হোসেন, জোবায়ের রহমান, শাহ জালাল,রব্বানী।
কিচক ইউনিয়ন ছাত্র দলের কর্মী সমাবেশঃ কিচক দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩ টায় ছাত্রদলের এ কর্মী সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক রাব্বিন হোসেন, সাংগঠনিক সম্পাদক অাকতারুজ্জামান মহসীন আলী, সিনিয়র যুগ্ন সম্পাদক ইমরান হোসেন ফরহাদ,সিনিয়র সহ সভাপতি নুর আলম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিন মন্ডল, শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আফছার আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন,ময়দানহাট্টা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিএনপির নেতা তারেক, কিচক ইউনিয়ন যুবদলের সভাপতি রমজান আলী রিপন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি মেহেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ,সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা সরকার,সাধারণ সম্পাদক রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন,,কিচক বন্দর যুবদলের সভাপতি রাফিউল ইসলাম রাফি, তাঁতি দলের সভাপতি এনামুল হক, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মহসীন আলীসহ সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ছিলেন।
বক্তারা বলেন, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে প্রতিটি ইউনিয়নে এ ধরনের কর্মী সমাবেশ আয়োজন করা হবে।
প্রধান অতিথি সীমান্ত তাঁর বক্তব্যে ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উপজেলার প্রতিটি ঘরে ঘরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিন।