বদলগাছীতে খেতরীধামের মেলায় মহাপ্রভুর প্রেমের সন্ধ্যানে সনাতনী নারী পুরুষ

 

এনামুল কবীর এনাম বদলগাছী প্রতিনিধি নওগাঁ।

নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নে গত ১১ অক্টোবর শনিবার ও রবিবার দুই দিন অধীবাস,তৃতীয় দিন সোমবার মহাপ্রভুর ভোগ,মঙ্গলবার ১৪ অক্টোবর মহন্ত বিদায়। গত কাল মেলায় সরেজমিনে গিয়ে কতিপয় সনাতনী ধর্মের প্রবীনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাপ্রভুর সন্ধানে এখানে ৫ টি মন্দির রয়েছে। এক-এক টি মন্দিরে মহাপ্রভু কৃষ্ণ দেব ভিন্ন ভিন্ন ধ্যান মগ্ন ছিল।
শ্রী অসিত, অনিল,সহ কতিপয় সনাতনী সস্প্রদায় জানান,গৌরাঙ্গ মন্দিরে মহাদেব প্রভু আরোধনার মাধ্যমে গুরু শিষ্যের উদয় সৃষ্টি করেন,এবং ভক্তের আবিরভাব ঘটে।ভোজন তলী মন্দিরে ভোজন সমাপ্ত করেন মহাপ্রভু।
খিড়ল মন্দিরে মহাদেব প্রভু ভক্তদের নিয়ে খিড়ল করেছেন।তিতলী মন্দিরে মিলনে সমবেত হন।এর পর প্রেমতলী মন্দিরে মহাদেব প্রভু ভক্তের সঙ্গে উভয় উভয়েই প্রেম ভালবাসায় আলিলংঘনে মিলিতভাবে সমাপ্তি ঘটান। ৪ র্থ দিন আগামী মঙ্গলবার মহাপ্রভুকে মহন্ত বিদায়ের মাধ্যমে শেষ হবে।
এবিষয়ে আধাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান পরিষদের পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সকল মেম্বার গ্রাম পুলিশ নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সনাতনী ধর্মের স্বচেতন মহল জানান এধর্মাবলম্বী অনুষ্ঠানের জন্য আমরা সকল মুসলমান, জাতীয় পার্টি, বিএনপি সহ সকল রাজনৈতিক সংগঠনের সহযোগিতা ও ভালোবাসা পাচ্ছি।

শেয়ার করুনঃ