বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

নইমুল ইসলাম নায়ুম,
বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারে বিভিন্ন দোকানে ঠাকুরগাঁও জেলা ভোক্তা অধিকারের অভিযানে ৭৫০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

৬ অক্টোবর সোমবার দুপুরে ঠাকুরগাঁও ভোক্তা অধিকারের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলা সহকারী পরিচালক ভোক্তা অধিকার, ঠাকুরগাঁও। আব্দুল লতিফ, সহকারী অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় লাহিড়ী বাজারে মেন রাস্তায় পাবলিক মেডিকেল সেন্টার মেয়াদোত্তীর্ণ ঔষধ থাকার অপরাধে (৩) হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ছাগল ও গরুর মাংসে ৩টি দোকানে অভিযান চালিয়ে ৪৫০০ টাকা একটি পিয়াজ মরিচের দোকানে মূল্য তালিকা না থাকায় ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করার সময় ভোক্তা অধিকার টিমকে সাধারণ জনগণ সহ স্থানীয় প্রতিনিধিগণ সহযোগিতা করেন।

শেয়ার করুনঃ