মাটি মামুন রংপুর :
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল অপারেশন থিয়েটারে চিকিৎসকদের উপর হামলা। ঘটনাটি ঘটে ২০ জানুয়ারী মঙ্গলবার দিবাগত রাত রাত সাড়ে এগারোটার দিকে হাসপাতালের জেনারেল সার্জারি ওটি চলাকালীন সময়। স্থানীয় ও সরেজমিন সূত্রে জানা যায় জেনারেল সার্জারি ওটিতে রোগীর সার্জারি করছিলেন চিকিৎসক সুজন আহমেদ (এসিস্টেন্ট রেজিস্টার)
এবং ইন্টার্ন চিকিৎসকরা।
এসময় ৫/৭ জন ওটিতে ঢুকে মোবাইল ফোনে ভিডিও করেন ওটিতে ভিডিও করতে নিষেধ করলে চিকিৎসক সুজন আহমেদ সহ
ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা চালায় লালমনিরহাট জেলা থেকে আশা রোগী মোর্শেদা বেগম এর পুত্র হোসাইন সহ ৫/৭ জনদুর্বৃত্ত।
সূত্র বলছে ঘটনার দিন ওটিতে ড্রেসিং ছিল,ঐ রোগী মোর্শেদা বেগমের। কিন্তু ওটিতে রোগীর চাপ বেশি থাকার কারণে ড্রেসিং করতে বিলম্ব হওয়ার কারণে রোগীর পুত্র হোসাইন (২০) সহ ৫/৭ জন এসে ভিডিও ধারণ করেন এসময় বাঁধা দিলে তারা চড়াও হয়ে চিকিৎসকের উপর হামলা চালিয়ে হোসাইন ও তার সাথে থাকা লোক তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ২১ জানুয়ারী বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ
হাসপাতালের মূলফটোকে
চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে অভিযুক্তদের শাস্তির দাবিতে কর্মবিরতি মানববন্ধন ও পরিচালক বরাবর লিখিত স্মারকলিপি জমা দেন ইন্টার্ন চিকিৎসকরা।