জমির জাল দলিলে করে দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

 

মোঃ নাদিরুজ্জামান প্রধান মানিক পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি!!

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা গোলাম ছোবাহানী ভূইয়ার জমি জাল দলিল করে জমি দখল করে নেওয়ায় তিনি জমি দখলের মামলা করায় প্রতিপক্ষের লোকজন হুমকি-ধমকি দেওয়ার ঘটনায়
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে আউলিয়ারহাট এলাকায় সংবাদ সম্মেলন করেন। তিনি দাবি করেন, দুষ্কৃতিকারী লোকজন দিয়ে জমি দখল করে খুন জখম করার চেষ্টা করছেন প্রতিপক্ষের লোকজনেরা।
ওই এলাকার প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গফফার বলেন, ‘১৯৯৬ সালে ওই এলাকার নাবালকের উপযুক্ত অভিভাবক হয়ে সতিশ চন্দ্র রায় আমার কাছে ৬২ শতক জমি বিক্রয় করেন। পরে ১৫ শতক জমি গোলাম ছোবাহানীর কাছে আমি বিক্রি করি। ২৩ বছর পর ওই জমি সগেন্দ্র নাথ ও শড়ী নারায়ন চন্দ্র রায় দখল করেছেন।’ সগেন্দ্র নাথ রায় এ ব্যাপারে বলেন, ‘১৯৯৮ সালে সতিশের ছেলের কাছে ৩৮ শতক জমি কিনেছি। তখন থেকে দখলে আছে। কারো জমি দখল করিনি।’ এ ব্যাপারে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনের সাথে কথা বলার চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানায়, প্রায় ২৩ বছর আগে ২০০২ সালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট এলাকার আব্দুল গফফারের নিকট ১৫ শতক জমি কিনেন গোলাম ছোবাহানী। দলিলমূলে কেনা দখলে থাকা ওই জমি গত ১ বছর আগে একই এলাকার সগেন্দ্র নাথ ও নারায়ন চন্দ্র রায় জোরপূর্বক বেদখল করেন। জমি উদ্ধারে ভূমি আইনে লালমনিরহাট আদালতে একটি মামলা করেছেন মুক্তিযোদ্ধা গোলাম ছোবাহানী ভূইয়া।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, দুষ্কৃতিকারী লোকজন দিয়ে জমি দখল করে খুন জখম করার চেষ্টা করছেন তাঁরা (প্রতিপক্ষের লোকজনেরা)। এ বিষয়ে তিনি সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

শেয়ার করুনঃ