মোমিন আলি লস্কর জয়নগর:-
জয়নগর বিধান সভার তৃনমূল কংগ্রেসের
জয়হীন বাহিনী সংগঠনের সভাপতি তথা বট তলা নবজাগরণ সংঘের বিশিষ্ট সদস্য মনিরুল সাঁপুই ও বিশিষ্ট শিক্ষক হাসানুর জামাল সাঁপুই ঐকান্তিক প্রচেষ্টায় বটতলা নবজাগারণ সংঘের প্রাঙ্গনে শ্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।সমগ্ৰ অনুষ্ঠান তত্ত্ববোধনায় ময়দা অঞ্চলের তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর সভাপতি মনিরুল সাপুঁই মহাদয়।১৯৪১ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতে আহত সৈনিকদের সাহায্য করার জন্যে প্রথম স্বেচ্ছায় রক্তদান শুরু হয়। স্বেচ্ছায় রক্তদান হচ্ছে একটি মহৎ দান ।নিজের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানো এক মহৎ কাজ। রক্তদান শিবির একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ যাহা মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে। রক্তদান একটি সামাজিক দায়িত্ব যা সমাজের প্রতি আমাদের কর্তব্যবোধ বাড়ায়। অগণিত মুমুর্ষু রোগী কে বাঁচাতে সাহায্য করেন তাদের মূল্যায়ন , স্বীকৃতি ও উদ্বুদ্ধকরণের জন্য বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। ‘ভোগে নয় ;ত্যাগেই প্রকৃত সুখ;। আমাদের ভালো কাজ ভালো চিন্তা মহৎ উদ্যোগ মানবজাতির কল্যাণ বয়ে আনতে পারে ।এরূপ একটি কল্যাণকর কাজ হল রক্তদান। স্বেচ্ছায় রক্তদান অন্য মানুষের মূল্যবান প্রাণ রক্ষা পায় এবং নিজের জীবন ও ঝুঁকিমুক্তি থাকে। রক্তদানের ব্যাপারে ইসলাম ধর্মেও কোন বিধি নিষেধ নেই ।কবি বলেছেন একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন, রক্ত দিন জীবন বাঁচান এক ব্যাগে রক্তদানের বাঁচাবে একটি প্রাণ ।হাসিমুখে রক্তদান হাসবে রোগী বাঁচাবে প্রাণ। যখন পৃথিবীতে ছড়িয়ে পড়েছে অশান্তি সংঘাত আর বিদ্বেষের বাষ্প , ঠিক তখনই আমরা একবাক্যে বলতে চাই- রক্ত দিয়ে যুদ্ধ নয়, রক্ত দিয়ে জীবন জয় ।
আই ওমব্লাড ব্যাংকের সহযোগিতায় ১৫০জন স্বেচ্ছায় রক্তদান করেন ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়দা অঞ্চলের উপ-প্রধান আব্দুল রহিম সরদার,ময়দা অঞ্চলের জয়হীন্দ বাহিনী সভাপতি মনিরুল সাপুঁই, বিশিষ্ট শিক্ষক হাসানুজ্জামান সাপুঁই, ময়দা অঞ্চলের অঞ্চল সভাপতি জান্নাত হোসেন মোল্লা,ময়দা অঞ্চলের প্রধান সাহেবা মানু মন্ডল,রাজেশ মিস্ত্ররী সমিতির সদস্য সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তিবর্গগন