আলমডাঙ্গায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার: নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস

 

মোঃ নাঈম উদ্দীন
বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

আজ শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ২টা থেকে শুরু করে বিকেল পর্যন্ত আলমডাঙ্গা থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করেন তারা।

পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা এবং ভোটারদের নিরাপত্তার বিষয়টি খুঁটিয়ে দেখেন। বিশেষ করে যে কেন্দ্রগুলোকে ‘ঝুঁকিপূর্ণ’ বা ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলোর জন্য বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন তারা।

পরিদর্শনকালে কর্মকর্তারা নিম্নলিখিত বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করেন:

সিসিটিভি মনিটরিং: কেন্দ্রগুলোতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা পরীক্ষা করা হয় এবং কোনো যান্ত্রিক ত্রুটি থাকলে তা দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়।

অবকাঠামোগত প্রস্তুতি: ভোট গ্রহণের কক্ষ, সীমানা প্রাচীর এবং প্রবেশ ও বাহির পথগুলোর পর্যাপ্ততা যাচাই করা হয়।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি: নির্বাচনী সহিংসতা রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং টহল পুলিশের তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।

ভোটারদের নিরাপত্তা: সাধারণ ভোটাররা যাতে কোনো ভয়-ভীতি বা চাপের মুখে না পড়ে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারেন, তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, “নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা একটি উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে বদ্ধপরিকর। ভোটারদের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “জেলা পুলিশ প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সাদা পোশাকে নজরদারি অব্যাহত থাকবে।”

পরিদর্শনকালে প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন:
মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা।
জনাব পান্না আক্তার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), আলমডাঙ্গা।
জনাব মোঃ বানী ইসরাইল, অফিসার ইনচার্জ (ওসি), আলমডাঙ্গা থানা।

এছাড়াও জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা এই পরিদর্শন টিমে অন্তর্ভুক্ত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত মাঠ পর্যায়ে এই ধরণের তদারকি ও পরিদর্শন কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ