মোঃ নাঈম উদ্দীন
বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় থানা পুলিশ ও জেলা ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
গতকাল দুপুরে আলমডাঙ্গা পশুহাট সংলগ্ন এলাকায় নিয়মিত চেকপোস্ট ডিউটি চলাকালীন তাদের আটক করা হয়।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের বিশেষ নির্দেশনায় জেলাজুড়ে মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায়, ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১:১৫ মিনিটের দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পশুহাট সংলগ্ন স্থানে চেকপোস্ট বসানো হয়।
আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ ওয়াহিদুল ইসলাম এবং চুয়াডাঙ্গা সদর ট্রাফিকের সার্জেন্ট মোঃ হাসানুল বান্না সঙ্গীয় ফোর্সসহ যানবাহন তল্লাশি শুরু করেন। এসময় চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়াগামী একটি কালো রঙের মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটিকে থামানোর সংকেত দেয়।
মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে তল্লাশি করে পুলিশ তাদের হেফাজত থেকে নিষিদ্ধ দেশীয় অস্ত্র উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ ফরজ আলী (৩৮), পিতা- মোঃ আরেজুল হক, সাং- বিরামপুর (স্কুলপাড়া)।
২. মোঃ রাজন আলী (২২), পিতা- মোঃ আনেছ আলী, সাং- কুর্শা। উভয় ব্যক্তির বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর থানায়।
পুলিশ তল্লাশি চালিয়ে আসামিদের কাছ থেকে নিম্নোক্ত মালামাল জব্দ করেছে:
০১টি লোহার তৈরি ধারালো চাপাতি (ছোরা সদৃশ)।
০১টি প্লাস্টিকের বাট যুক্ত ধারালো এন্টিকাটার।
০১টি লোহার তৈরি মোটরসাইকেলের চেইন গিয়ার (যার পেছনে সুতার রশি যুক্ত, যা সাধারণত আঘাত করার কাজে ব্যবহৃত হয়)।
০১টি স্টিলের তৈরি L হ্যান্ডেল সকেট রেঞ্জ।
০১টি রেজিস্ট্রেশন বিহীন কালো রঙের ১২৫ সিসি TVS (Stryker) মোটরসাইকেল (আনুমানিক বাজারমূল্য ৫০,০০০ টাকা)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উদ্ধারকৃত অস্ত্রের কোনো বৈধ কারণ দর্শাতে পারেনি। ধারণা করা হচ্ছে, তারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের দমনে এ ধরনের ঝটিকা চেকপোস্ট ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।