মাইনুল ইসলামঃ ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে সাভারের আশুলিয়া থানার নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে নিয়োজিত থাকছে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ৪ হাজার সদস্য। জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় এই ফোর্স কাজ করবে।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন ডিআইজি।
ডিআইজি জানান, এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের ট্রাফিক ব্যবস্থা আমিন বাজার থেকে শুরু করে স্মৃতিসৌধ পর্যন্ত যা রয়েছে সেটা আমরা ব্যবস্থা নিয়েছি।
তিনি জানান, আজ থেকেই ১৬ ডিসেম্বর পর্যন্ত পোশাকে ও সাদা পোশাকে নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকল ধরণের নিরাপত্তায় কাজ করবেন তারা।
এসময় উপস্থিত ছিলন, ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ ওসি রুবেল হাওলাদার, সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান প্রমুখ।