ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে  স্বাগত জানিয়ে ভূরুঙ্গামারীতে জামায়াতের মিছিল

 

 

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত আনুমানিক ৯ ঘটিকার দিকে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা গেট (জামতলা মোড়) হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে সংক্ষিপ্ত পথসভা করে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন ও উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন।

এ সময় বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে আমরা স্বাগত জানাই। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে প্রশাসনকে নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়কে কোনোভাবেই বিতর্কিত করা যাবে না।

উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ