1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
৪৯ তম বর্ষে পদার্পণ করলো,, টালিগঞ্জ বয়েজ ক্লাব... প্রতিমার রুপ, বড়মা - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ :
ভালুকায় শিল্প কারখানার কর্মকর্তাদের সাথে প্রশাসনের পর্যালোচনা সভা অনুষ্ঠিত আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল খয়েছ ইসরাইল গ্রেফতার সবার আগে বাংলাদেশ কনসার্টে নেটিজেনদের ৮৮% ইতিবাচক প্রতিক্রিয়া চালতাবেড়িয়া ইউনাইটেড ক্লাবে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান মোরেলগঞ্জে ৮০ জন নারী পেল বিনামূল্যে ল্যাপটপ বগুড়া ডিবি পুলিশের অভিযানে বহুল আলোচিত বগুড়া শ্রমিকলীগ নেতা তুফান সরকার গ্রেফতার কেশবপুরে শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন পেকুয়ায় কলা বাগান থেকে শ্রমিকের লাশ উদ্ধার জিয়া পরিষদ বাউরা ইউনিয়ন শাখা কতৃক আয়োজিত দ্বি বার্ষিক ২০২৪- অনুষ্ঠিত তাহিরপুর যাদুকাটায় ১৭ টি অবৈধ শেইভ মেশিন জব্দ

৪৯ তম বর্ষে পদার্পণ করলো,, টালিগঞ্জ বয়েজ ক্লাব… প্রতিমার রুপ, বড়মা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৪ বার পড়া হয়েছে

 

টালিগঞ্জ বয়েজ ক্লাবের প্রতিমার বিশেষত্ব হলো, বড় মা কালী, এই কালীমাকে ফলের মালা দিয়ে পুজিত করেন, যা সারা দেশে দেখা যায় না, আপেল, ন্যাসপাতি, বেদানা প্রভৃতি ফল দিয়ে মায়ের মালা তৈরি করে মায়ের গলায় পরান। এই রীতি 49 বছর ধরে চলে আসছে।

আজ ১লা নভেম্বর শুক্রবার, টালিগঞ্জ বয়েজ ক্লাব তাদের প্রতিমার আবরণ উন্মোচন করেন , কিছু ছোট ছোট প্রতিবন্ধী শিশুদের নিয়ে।, তারা সকল প্রতিবন্ধীদের হাতে সামান্য উপহার এবং ব্যাচ উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন।

উপস্থিত ছিলেন, ক্লাবের সভাপতি রঞ্জিত সিং, সহ-সভাপতি শংকর ব্যানার্জী, যুগ্ম সম্পাদক সমীর কুমার সাহা, ছোট্টু লাল সাহা, যুগ্ম কোষাধ্যক্ষ রাজীব চক্রবর্তী, সৌমেন্দ্রনাথ সাহা সহ মহিলা সদস্যগণ ও ছোট ছোট ছেলেমেয়েরা,

টালিগঞ্জ বয়েজ ক্লাবের এই পুজো একটু একটু করে ৪৯ তম বর্ষে পদার্পণ করলো,, সকলের সহযোগিতায় এবং সকলের ভালোবাসায়, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে চলা,

এই পুজো কয়েকদিন, সকল এলাকাবাসী মহিলা ও শিশুরা আনন্দে যেমন মেতে থাকেন, তেমনি ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে, শুধু তাই নয় , দুস্থ মানুষদের হাতে কম্বল বিতরণ করেন, এছাড়াও প্রায় এক হাজারেরও বেশি মানুষকে বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করেন, পুজো কদিন থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা, তবে এই প্রতিমা দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থী ভিড় করেন, ‌ কারণ এই ধরনের ফলের মালা দেখার জন্য।

টালিগঞ্জ বয়েজ ক্লাবের যুগ্ম সম্পাদক, সমীর কুমার সাহা বলেন, আমরা যে জায়গাটায় পূজো করি, অন্য পরিবেশর মধ্যে ,অন্যান্য জায়গা থেকে একটু অন্যরকম। কারণ এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি থাকেন, তাদেরকে নিয়ে আমার পথ চলা, অনেক বাধা অতিক্রম করে এবং সকলকে মানিয়ে, সকলকে নিয়ে একসাথে চলতে চলতে আজ ৪৯ তম বর্ষে এসে পৌঁছেছি, সকলের আশীর্বাদ পেয়ে আমরা গর্বিত, শুধু তাই নয়, আমরা আরও গর্বিত, আমাদের পাশে সংবাদ মাধ্যম থাকায়, দুই বাংলার মেলবন্ধনে, এবং দৈনিক দুরন্ত বাংলার পরিচালনায়, আমাদের প্রতিমাকে বিশ্বজুড়ে প্রচার করায়, সাংবাদিক বন্ধুদের কাছেও কৃতজ্ঞ। ‌ দুই বাংলার সকল সাংবাদিক এবং মিডিয়াদের কাছে আমি চির কৃতজ্ঞ। রইল আমাদের ক্লাবের তরফ থেকে দীপাবলীর শুভেচ্ছা, আজ সেরা প্রতিমার শিরোপা দুই বাংলার শক্তি সম্মান পেয়ে ,আরো আমাদের ‌ উৎসাহিত করল এগিয়ে চলার পথ দেখালো। তবে অন্যান্য পুজো থেকে আমাদের বড়মার পুজো রীতিনীতি একটু আলাদা, আমরা সেই রীতিনীতি মেনেই পূজোর আয়োজন করে থাকি। সবাই আসুন পুজো দেখুন,
আনন্দ করুন, কৃতজ্ঞতা জানাবো সিইএসসি, কলকাতা পুলিশ, ফায়ার বিগেডকে। জাহাদের সহযোগিতায় পুজো আনন্দমুখর হয়ে ওঠে।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি