1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
কেশবপুরে বখাটেদের হামলার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
বন্দর নগরী টেকেরহাটে উদ্বোধন হলো বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী শেখ স্মৃতি ফাউন্ডেশন তাহিরপুর ফসলরক্ষা বাঁধে স্লুইচগেট নির্মান হলেও সুইজ নেই,দূর্ভোগ সমাধানে মানববন্ধন শেরপুরের ঝিনাইগাতীতে বালু ভর্তি গাড়ী উল্টে চালকের মৃত্যু বীর চট্টগ্রামের গর্বিত সন্তান নাদিম চৌধুরী কে কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সভাপতি এবং রমনা থানা বিএনপির সভাপতি হিসেবে দেখতে চাই জগন্নাথপুরে কলকলিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন জমিয়তের অভিষেখ অনুষ্ঠানে লন্ডন প্রবাসী মুখলিছ চৌধুরীকে শোডাউন দিয়ে বরণ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তরের সভাপতি আবু সুফিয়ান সেক্রেটারি রাকিব গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুল শিক্ষার্থী নি*হ*ত হয়েছে কালীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে বিএনপির কম্বল বিতরণ ঠাকুরগাঁও এর রাণীশংকৈলে ভাঙচুর-মারামারিতে হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠান পণ্ড

কেশবপুরে বখাটেদের হামলার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৩ বার পড়া হয়েছে

 

নাজিম উদ্দীন,কেশবপুর, যশোরঃ

কেশবপুরে স্কুল পড়ুয়া ছাত্রীদের উত্যক্তে বাঁধা দেওয়ায় বখাটেদের হামলায় আহত মিজানুর রহমান মুকুল (৩০) নামে এক ব্যক্তি সংবাদ সম্মেলন করেছেন। রোববার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি’র নেতৃবৃন্দসহ এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তিনি সংবাদ সম্মেলন করেন। এ ছাড়া যশোর-চুকনগর সড়কের কেশবপুর প্রেসক্লাবের সামনে ছাত্রীদের উত্ত্যক্তকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করে গ্রামবাসী। মিজানুর রহমান মুকুল কেশবপুর সদর ইউনিয়নের মূলগ্রামের মৃত আয়ুব আলী সানার ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুকুল বলেন, উপজেলার মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের পাশ দিয়ে গত ৭ নভেম্বর দুপুরে তিনি বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ওই রাস্তা দিয়ে পৌরসভার ভোগতী এলাকার সাকিব হোসেন, শিহাব হোসেন, ইমন হাসান, সারিফ হোসেন, আব্দুর সাফা, তানভীর হোসেন, রাফিদ, আবু রায়হান, রকি পৃথক মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় স্কুল পড়ুয়া মেয়েদের উত্ত্যক্ত করে। তাদের বাঁধা দিলে তার (মিজানুর রহমান মুকুল) উপর ক্ষিপ্ত হয়ে মারপিট করতে উদ্যত হয়। বিষয়টি দেখে গ্রামের লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। ওইদিন বিকেলে তিনি কেশবপুর শহরের হাসপাতাল রোডে তার নিজস্ব ভবনের চলমান কাজ দেখতে গেলে ওই বখাটেরাসহ আরও কয়েকজন সেখানে তাকে এলোপাতাড়িভাবে মারপিট করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সংবাদ সম্মেলনের মুকুল ওই বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শিক্ষক শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শিক্ষক নিজাম উদ্দীন, সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম-সম্পাদক হাফিজুর রহমান, বিএনপি নেতা আশরাফ আলী সানা, মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, শিক্ষক নাজিম উদ্দীনসহ শতাধিক নারী-পুরুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি