1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুরে গলায় ফাস দিয়ে গৃহ বধুর মৃত্যু, মর দেহ উদ্ধার নিম্নচাপের প্রভাবে দুমকিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়তে পারে শীত নাসিরনগরে মোক্তার ব্রিক ফিল্ডকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা শীতার্তদের পাশে তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা করণদোষী ডান্স একাডেমীর ২তম বাৎসরিক অনুষ্ঠান ২০২৪, রোটারী সদনে অনুষ্ঠিত হলো রাণীশংকৈলে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা সহ ১ জন আটক গাইবান্ধায় জাসাসের উদ্যোগে আনন্দ র‌্যালী বগুড়ায় আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে লাঙ্গল দিয়ে জমি চাষ লোহাগাড়া উপজেলায়(সিআরবি) ভোক্তা অধিকারের মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

আব্দুল মজিদ (স্টাফ রিপোর্টার)সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে সাহিত্য, সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন, মেহেদি উৎসব, বিএনসিসি ক্যাডেটদের উদ্বুদ্ধকরণ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জুন) কাজিপুর সরকারি মনসুর আলী  কলেজ চত্বরে ‘আয়োজিত সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহে কুরআন তেলাওয়াত, গীতাপাঠ, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা ও অভিনয়সহ মোট ১৯টি ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীকে বিএনএনসিসি ও রোভার স্কাউটসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও রাষ্ট্রীয় সালাম জানানো হয়। প্রধান অতিথির সহধর্মিণী মিসেস আফিয়া আফরোজা মিনাকে নিয়ে মেহেদী উৎসব উদ্বোধন করেন।
বিশেষ এ সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে কাজিপুর  সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের সাবেক ছাত্র নেতা খলিলুর রহমান সিরাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক আব্দুর রহিম, সহযোগী অধ্যাপক মাহসুদুল হাসান মাজেদ, সহযোগী অধ্যাপক ড আব্দুর রহমান, সহকারী অধ্যাপক আতাউর রহমান, প্রভাষক এস এম আদিলুজ্জামান, শিবু চন্দ্র অধিকারী, আলাউদ্দিন আকন্দ, মরিয়ম আক্তার, নিশাত সীমা প্রমুখ।
অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, “শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি একটি জাতির স্বরূপ অন্বেষার গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের জাতিসমূহের দরবারে একটি বিশেষ জাতির অবস্থান কোথায়, তা চিহ্নিত করা যায় তার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আলোক শপথ করে। কারণ শিক্ষা একটি জাতির অবয়ব নির্মাণ করে, সাহিত্যে সে অবয়বের প্রতিফলন ঘটে আর সংস্কৃতি তাকে পূর্ণতা দান করে। এভাবেই একটি জাতির পরিচয় বিধৃত হয় তার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে।” অনুষ্ঠান পরিচালনা করেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ক্যাডেট সার্জেন্ট মিরা এবং ক্যাডেট মোঃ নুর আলম। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ের মাঝে পুরস্কার বিতরণ করেন। কলেজ চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি